নিজস্ব প্রতিবেদক : সিলেটে বহুজাতিক কোম্পানি শেভরণের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে লাক্কাতুরা চা বাগান এলাকাবাসী মানববন্ধন করেছেন।
শনিবার দুপুরে লাক্কাতুরা চা বাগান এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে শ্রমিকরা অভিযোগ করেন, শেভরন লাক্কাতুরা চা বাগানে প্রাথমিক বিদ্যালয় স্থাপন, বেকার যুবকদের স্থায়ী চাকরি দেয়া, মহাপ্রভুর মন্দির, খেলার মাঠ, মসজিদ ও গির্জা নির্মাণ এবং এলাকার রাস্তাঘাটের উন্নয়ন সহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল; কিন্তু কোন প্রতিশ্রুতি পূরণ না করেই বাংলাদেশ থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে।
এছাড়া প্রতিশ্রুতি রক্ষার দাবি জানিয়ে চা শ্রমিকরা শেভরণ কতৃর্পক্ষ বরাবর স্মারকলিপিও দেন।
Leave a Reply