নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতির সূর্যসন্তান। পঁচাত্তর-পরবর্তী যেকোনো সরকারের চেয়ে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে-সম্মানিত করেছে। রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদেরকে মর্যাদাসম্পন্ন ভাতা প্রদান করা হচ্ছে। এছাড়াও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের চাকরি কোটাসহ বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় নিয়ে আসা হয়েছে।
রবিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০১ জন মুক্তিযোদ্ধার মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা।
সাংসদ মিলাদ গাজী আরও বলেন, পাকিস্তানি শাসন-শোষণের কবল থেকে এ দেশকে মুক্ত করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা জীবনবাজী রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে। বাঙালির স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। জাতি লাল-সবুজের পতাকা পেয়েছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো ছাদু মিয়াসহ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply