নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে করোনা পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন, তিনি বঙ্গবন্ধুর যোগ্য মেয়ে। তার নেতৃত্বে দেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। আরো প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন ও দেশবাসীর সার্বিক কল্যাণ নিশ্চিত হয়।
শুক্রবার রাতে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সিলেটের সাম্প্রতিক বিষয় নিয়ে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রী বলেন, করোনা বিপর্যয়ের সময় যাতে মানুষ খাবারের জন্যে কষ্ট না পায় সেজন্যে প্রধানমন্ত্রী ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। এছাড়া ৫০ লাখ মানুষকে আর্থিক সহায়তা দেওয়া হয়।
এ কাজে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখেন বলে তিনি উল্লেখ করে।
ড এ কে আব্দুল মোমেন জানান, সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়ক প্রকল্প আগামী দুই মাসের মধ্যে অনুমোদন লাভ করবে। তবে রেলপথ সংক্রান্ত প্রকল্পটি অনুমোদনের আরো কিছু সময় লাগবে।
মতবিনিময় সভায় ডিজিটাল সিলেট প্রকল্প, চৌহাট্টা-জিন্দাবাজার-বন্দর সড়কে বাস চলাচল, বাদাঘাট বাইপাস সড়ক খুলে দেওয়া, শাহজালাল সেতুতে (২) টোল প্রত্যাহার, অটোরিক্সায় গ্রিল লাগানো, সড়ক সংস্কার, পানি নিষ্কাশন, জলাবদ্ধতা দূরীকরণ, মশক নিধন, কিশোর গ্যাং দমন, আরো ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, মাদক নিয়ন্ত্রণ, পর্যটন এলাকাগুলোর উন্নয়ন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
তবে বেশি আলোচনা হয়, মহানগরীতে বেপরোয়া ট্রাক চলাচল ও সাম্প্রতিক কয়েকটি দুর্ঘটনায় প্রাণহানি নিয়ে। এব্যাপারে সর্বসম্মতিক্রমে রাত ১০টার পর ট্রাকগুলোকে মহানগরীরে ঢুকতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মীর মাহবুবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, জিপি অ্যাডভোকেট রাজউদ্দিন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এ টি এম শোয়েব, জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়, বাসস প্রতিনিধি মকসুদ আহমদ প্রমুখ।
Leave a Reply