নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ শেখ হাসিনার মতো একজন প্রধানমন্ত্রী পেয়েছে বলেই বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হয়ে উঠতে পেরেছে।
পররাষ্ট্র মন্ত্রী আরো বলেছেন, উন্নয়ন প্রকল্প উত্থাপন করা হলে প্রধানমন্ত্রী কখনো না বলেন না। সবসময় গভীর আন্তরিকতা সাথে গ্রহণ করেন।
শুক্রবার বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে তার সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখছিলেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিকদের এ সংগঠনের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
ড এ কে আব্দুল মোমেন সিলেট মহানগরীতে আরো শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, যে এলাকায় জায়গা পাওয়া যাবে সেই এলাকায়ই নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।
তিনি জেলা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয় ভবন তৈরির ব্যাপারে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ ও সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহ সভাপতি আব্দুল জব্বার জলিল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, প্রতিষ্ঠাতা সভাপতি আল আজাদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লিয়াকত শাহ ফরিদী, প্রেসক্লাব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ ও দৈনিক যুগভেরীর নির্বাহী সম্পাদক অপূর্ব শর্মা। সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ। স্বাগত বক্তব্য রাখেন, জ্যেষ্ঠ সহ সভাপতি মনিরুজ্জামান। পরিচালনায় ছিলেন, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল।
Leave a Reply