নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন বলেই বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে যুক্ত হয়েছে। সুখের মুখ দেখছে বাঙালি জাতি। বাংলাদেশ বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে।
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার দুুপুরে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বদর উদ্দিন আহমদ কামরান বলেন, শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে ছিলেন বলেই পঁচাত্তরে বেঁচে গিয়েছিলেন; কিন্তু শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত এখনো শেষ হয়নি। একুশে আগস্ট তাকে হত্যা করতেই ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। জীবনের ঝুঁকি নিয়েও তিনি বাংলাদেশের মানুষের সুখ-শান্তির জন্যে কাজ করে যাচ্ছে।
জেলা পরিষদ মিলনায়তনে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগ এই আলোচনা সভা অনু্িষ্ঠত হয়।
এতে সভাপতির বক্তব্যে আওয়ামী লীগের জেলা সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আর বেশি বাকি নেই। তাই এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের জেলা সহ সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন ও মহানগর সহ সভাপতি আব্দুল খালিক।
Leave a Reply