প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেকোনও দুর্যোগে মানুষের পাশে থাকে।
তিনি আরও বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকতে এ দেশের কোনও মানুষ না খেয়ে থাকবে না। কারণ বঙ্গবন্ধুকন্যা মানুষের পরম বন্ধু। তিনি মানুষের দুঃখ-কষ্ট বুঝেন। এদেশের প্রতিটি মানুষের জন্যে রয়েছে তার অকৃত্রিম ভালবাসা। বাঙালি জাতিও তাকে গভীরভাবে ভালবাসে।
শনিবার, ২৯ জুন (১৫ আষাঢ়) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার দেমাসাধ দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয়ে ও দন্ডপাণিপুর আশ্রয়ন প্রকল্পে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে প্রতিমন্ত্রী এই কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মকদ্দুস আলী, দেমাসাধ উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সমছু মিয়া লয়লুছ, সিলেট মহানগর যুবলীগের সাবেক সদস্য জহিরুল আলম চৌধুরী মাছুম, ৬ নম্বর ওয়ার্ড মেম্বার মুহিত চৌধুরী, যুবলীগ নেতা সহিদুজ্জামান সেলন, লালা মিয়া, এনামুল ইসলাম এনাম, আব্দুল হাকিম, জুবেল আহমদ মেম্বার, উপজেলা ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রোকন, দশঘর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জাহির আহমদ, সহসভাপতি শাহান শাহ ও লোকমান আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply