জকিগঞ্জ প্রতিনিধি : স্মার্ট কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্য খাতে বিশেষ অবদানের জন্যে বীর মুক্তিযোদ্ধা ড আহমদ আল কবির ‘শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ স্বর্ণপদক অর্জন করায় তাকে তার নিজ উপজেলা সিলেটের জকিগঞ্জে নাগরিক সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
রবিবার, ১২ মে (২৯ বৈশাখ) বিকেলে জকিগঞ্জের একটি সম্মেলন কেন্দ্রে সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী। প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ড হাফিজ আহমদ আহমদ মজুমদার। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ড আহমদ আল কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, ড আহমদ আল অলি ও পৌর মেয়র আব্দুল আহাদ।
জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলর কামরুজ্জামান কমরু ও জামিল আহমদের যৌথ পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, আবুজাফর মো রায়হান, আব্দুস ছাত্তার মইন, মহসিন মর্তুজা চৌধুরী, আপ্তাব আহমদ, আব্দুস ছাত্তার ও মোস্তাক আহমদ, সাবেক পৌর মেয়র খলিল উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা মাসুক, ইছামতি কলেজের অধ্যক্ষ জালাল আহমদ, সীমান্তিক টিচার ট্রেনিং কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ তাপাদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ইমরান আহমদ বেলাল ও মর্তুজা আহমদ চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এ জি বাবর, আব্দুস সালাম, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের চৌধুরী, সোনার বাংলার পরিচালক জাফরুল ইসলাম ও আব্দুল কাইয়ুম।
Leave a Reply