সুনামগঞ্জ প্রতিনিধি : শিল্প মন্ত্রাণলয়ের সচিব আব্দুল হালিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষি ও কৃষিভিত্তিক শিল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। তাই কৃষকদেরকে ব্যাংক ঋণ সহ সবধরনের সহযোগিতা দেওয়া হবে।
তিনি আরো বলেছেন, বিসিক মূলত অবকাঠামো তৈরি করে আর শিল্প মন্ত্রণালয় উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও ঋণ পাওয়ার ব্যাপারে ধারণা দিয়ে থাকে।
শনিবার দুপুরে সুনামগঞ্জ পুলিশ লাইনের পাশে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন-বিসিক শিল্পনগরী পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এমরান হোসেন ও সাংবাদিক শেরগুল আহমদ।
Leave a Reply