বর্ণমালা নিউজ : বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি লিয়াকত শিকদার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন।
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাপর্ণের ৩৬তম বার্ষিকীতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসাবে লিয়াকত শিকদার এ কথা বলামাত্র যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড সিদ্দিকুর রহমান বলে উঠেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে কোন বিভেদ নেই, কিছু থাকলে সেটা মতবিরোধ। আর যারা এই সমাবেশে যোগ দেননি তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরোধিতা করছেন।
তাৎক্ষণিক আয়োজিত এ সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের প্রায় অর্ধশত নেতাকর্মী অংশ নেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে শেখ হাসিনার সুস্থ জীবন আর দীর্ঘায়ু কামনার পাশাপাশি চতুর্থবারের মতো তাকে প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠিত করতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
সমাবেশটি পরিচালনায় ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা মাসুদুল হাসান, সহ সভাপতি মাহবুবুর রহমান ও সামসুদ্দীন আজাদ, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, যুগ্ম সম্পাদক আইরীন পারভীন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন ও মহিউদ্দিন দেওয়ান, কোষাধ্যক্ষ আবুল মনসুর খান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সোলয়মান আলী, কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফরিদ আলম, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ দফতর সম্পাদক আব্দুল মালেক, সহ প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল ও সহ সভাপতি শেখ আতিক, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, যুক্তরাষ্ট্র মহিলা লীগের সভাপতি মমতাজ শাহানা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী সদস্য মজিবুল মওলা, খোরশেদ খন্দকার, আখতার হোসেন, আব্দুল হামিদ প্রমুখ বক্তব্য রাখেন।
Leave a Reply