বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ সিলেট মহানগর শাখার উদ্যোগে মঙ্গলবার বাদ আছর মহানগরীর জজকোর্ট জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়ার আগে দিনটির তাৎপর্য তুলে ধরে মহানগর শ্রমিক লীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম বলেন, জাতির দুর্দিনে গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৯৮১ সালের এই দিনে স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের অন্দোলন গতিশীল হয়ে উঠে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মহানগর শ্রমিক লীগের জ্যেষ্ঠ সহসভাপতি অ্যাডভোকেট আলতাফ হোসেন এপিপি, সহসভাপতি সাদিকুর রহমান সাদিক, মো মাহবুবুল হক, শমসের আলম, যুগ্মসাধারণ সম্পাদক রেজানুর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক কানু দাস কাঞ্চন, কার্যকরী সদস্য মিজানুর রহমান মিজান, রফিক মিয়া, মো শাহজাহান, রুবেল আহমদ, মহানগর হকার্স লীগের আহবায়ক রকিব আলী, অন্যতম নেতা জানে আলম প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply