সুনামগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধুকন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে শোভাযাত্রা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের যুগ্মআহবায়ক খন্দকার মনজুর আহমদ, সদস্য নুরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস, দিরাই উপজেলা সভাপতি রঞ্জন রায়, দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন মিয়া, জেলা যুবলীগ নেতা পাভেল আহমদ, শান্তিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মরিুজ্জামান সুজন, বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি খালেদ মাহমুদ, সাধারণ সম্পাদক সুহেল আহমদ, দিরাই পৌর ভারপ্রাপ্ত সভাপতি সরোয়ার আহমদ, সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, ছাতক উপজেলা নেতা মো জসিম উদ্দিন ও জামালগঞ্জ উপজেলা নেতা মনসুর আলম।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply