সুনামগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শহরের মল্লিকপুরে জেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান
নূরুল হুদা মুকুটের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগ নেতা তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ছাতক পৌরসভার মেয়র মো আবুল কালাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply