লন্ডন প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছিল।
বৃহস্পতিবার বাদ মাগরিব ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মিলাদ মাহফিলের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ বলেন, মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে শেখ হাসিনা নিজেকে অনন্য ও মানবতার নেতা হিসেবে প্রমাণ করেছেন।
সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, যুক্তরাজ্য সফররত প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম বীরপ্রতীক।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী, দক্ষ ও সাহসী নেতৃত্বের গুণে দেশ উন্নয়নের রোলমডেল হয়ে উঠেছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি শামসুদ্দিন আহমদ মাস্টার, হরমুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নইম উদ্দীন রিয়াজ, মারুফ আহমদ চৌধুরী, আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়া, আব্দুল আহাদ চৌধুরী, দফতর সম্পাদক শাহ শামীম আহমদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক আ স ম মিসবাহ, মানবাধিকার বিষয়ক সম্পাদক সারব আলী, ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এম এ করিম, লন্ডন মহানগর সভাপতি নূরুল হক লালা মিয়া, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক শায়েক আহমদ, অন্যতম নেতা আশিকুল ইসলাম আশিক, যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ আহমদ সাদ, সহ সভাপতি আহবাব মিয়া, শ্রমিক লীগের আহবায়ক শামীম আহমদ, সদস্য সচিব এম ইকবাল হোসাইন, কৃষক লীগের সভাপতি সৈয়দ তারেক আহমদ, সাধারণ সম্পাদক এম এ আলী, তাঁতী লীগের সভাপতি এম এ সালাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব ভূঁইয়া, সহ সভাপতি সারওয়ার কবির, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ ফয়েজ, প্রচার সম্পাদক আবুল ফয়েজ, আওয়ামী লীগ নেতা মজুমদার মিয়া, গোলাব আলী প্রমুখ।
Leave a Reply