আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সিদ্ধান্ত ও সাংগঠনিক বিধিমালা অমান্য করে, জ্যেষ্ঠ নেতৃবৃন্দের সঙ্গে কোনো পরামর্শ না করে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অবমূল্যায়ন করে নিজস্ব বলয়ের অখ্যাতদের দিয়ে দলের জেলা শাখার খসড়া কমিটি কেন্দ্রে জমা দেওয়ার প্রতিবাদে সিলেটে মিছিল করা হয়েছে।
শনিবার দুপুরে সুরমা মার্কেটের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সুরমা মার্কেটের সামনে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়। এতে বক্তারা বলেন, দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে বিতর্কিত ব্যবসায়ী, বালু-পাথর খেকো, দুর্নীতিবাজ ও বঙ্গবন্ধুর খুনিদের পরিবারের সদস্য নিয়ে প্রস্তাবিত খসড়া কমিটি কেন্দ্রে প্রেরণ করা হয়েছে।
তারা সিলেট-৪ আসনের ৭ বারের সাংসদ ও বর্তমান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক জ্যেষ্ঠ সহ সভাপতি শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এম শাহরিয়ার কবির সেলিম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক উপ দফতর সম্পাদক জগলু চৌধুরী, সরকারি কলেজ ছাত্রলীগের দুর্দিনের সভাপতি সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হওয়া অ্যাডভোকেট সালেহ আহমদ হিরা ও জেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট শেখ মকলু মিয়াকেও জেলা আওয়ামী লীগের খসড়া কমিটিতে সদস্য পদে রাখা হয়নি।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মাহবুবুল হক, রেজানুর রহমান সেলিম, নাজমুল ইসলাম মাছুম, ইয়াসিন সুমন, আওয়ামী হকার্স লীগের আহবায়ক রকিব আলী, মু্ক্তিযোদ্ধা সন্তান আব্দুল হামিদ অভি, ফয়েজ আহমদ, মোতালিব আলী, শাহিনুর রহমান শাহিন, ছয়দুর রহমান, কবির মাহমুদ, জসীম উদ্দিন, নোমান আহমদ, সুমন আহমদ, জয়েল মির্জা প্রমুখ।
Leave a Reply