সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব বলেই বছরের প্রথমদিন সারাদেশে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন পাঠ্যবই তুলে দেওয়া সম্ভব হচ্ছে।
মঙ্গলবার দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার আলহাজ্ব আবদুল মতলিব চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস, ব্যাগ ও ছাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আলহাজ্ব আবদুল মতলিব চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল আলম চৌধুরী অপুর সভাপতিত্বে ও সংগঠক বদরুল আলম চৌধুরী শিপুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা বায়েজিদ খান, সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুল মুন্তাকিম, বকুল চন্দ্র দেবনাথ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য খলিলুর রহমান মাস্টার, বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্টু কান্ত দে, প্রবাসী সুলেমান আলী মাস্টার, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তজম্মুল আলী ও উপজেলা যুবলীগের সদস্য কামরুজ্জামান।
Leave a Reply