সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব সরকার। তাই কৃষকদের কৃষিখাতে উৎসাহিত করতে ভর্তুকিসহ নানা ধরনের সুযোগ-সুবিধা প্রদান করেছে। করোনা মহামারির কারণে বিভিন্ন দেশে অর্থনৈতিক মন্দা দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে আল্লাহর রহমতে বাংলাদেশ করোনা মহামারি আকার ধারণ করেনি। দেশের অর্থনীতিও ভালো রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষকরা উৎপাদনে ঝাঁপিয়ে পড়ায় খাদ্যঘাটতি দেখা দেয়নি। এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।
রবিবার সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ১৫১০ জন কৃষকের মাঝে সার ও শস্যবীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী আহমেদের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা মুহিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সিলেট জেলা পরিষদ সদস্য আব্দুল আউয়াল কয়েছ, ফেঞ্চুগঞ্জ থানার ওসি সাফায়েত ইসলাম, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সুব্রত দেবনাথ, উপজেলা সহকারী প্রকৌশলী ওয়াজিবুর রহমান, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঈন উদ্দিন আহমদ ও বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন।
Leave a Reply