সুনামগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে দেশে দুর্ভিক্ষ বলতে কিছু নেই। কোন মানুষ না খেয়ে মারা যাবে না। করোনার পাশাপাশি তিন দফা বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জে কর্মহীন মানুষদেরকে খাদ্য সহায়তা অব্যাহত রাখা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর উপজেলা মিলনায়তনে প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তৃতায় তিনি একথা বলেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী ও পরিকল্পনা মন্ত্রীর রাজনৈতিক সচিব মো আবুল হাসনাত।
এম এ মান্নান পরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ ও গাছের চারা রোপণ করেন।
Leave a Reply