নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, শেখ হাসিনার মতো নেতা আছেন বলেই পঁচাত্তর পরবর্তী সময়ে পথ হারানো বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেছেন, বঙ্গবন্ধুকন্যার দূরদর্শিতার কারণেই সকল চক্রান্ত-ষড়যন্ত্রের জাল ছিন্ন করে এগিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সোমবার সারাদিন সিলেট ও সুনামগঞ্জের বন্যাদুর্গত এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বক্তব্য রাখছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত জেলা সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান ও মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। এছাড়াও দলের স্থানীয় অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।
মতবিনিময়ের শুরুতে মাহবুব উল আলম হানিফ সাংবাদিকদের নিকট থেকে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি, পানিবন্দি মানুষকে উদ্ধার, সরকার থেকে ত্রাণ বরাদ্দ, সরকারি-বেসরকারি ত্রাণ তৎপরতা ও বন্যা সমস্যার সমাধান সম্পর্কে মতামত জানতে চান। এর পরিপ্রেক্ষিতে বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী, এম এ হান্নান, আব্দুর রশিদ রেনু, মুকিত রহমানী, নাসির উদ্দিন, আহমাদ সেলিম, প্রত্যুষ তালুকদার, গোলজার আহমদ, অমিতা সিনহা, আহমদ জামিল প্রমুখ। সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরীও বক্তব্য রাখেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কোন দেশেই সবসময় প্রাকৃতিক দুর্যোগের সঠিক পূর্বাভাস পাওয়া যায়না। এবারের বন্যা সম্পর্কে আগে জানা গেলেও এতটা ভয়াবহ রূপ ধারণ করবে সেরকম কোন আভাস পাওয়া যায়নি। তবু প্রধানমন্ত্রী দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে প্রথমে সেনাবাহিনী এবং পরে নৌবাহিনী ও কোস্টগার্ড মোতায়েন করায় পানিবন্দি মানুষকে উদ্ধার সহ জানমালের আরও বড় ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। পুলিশ এবং বিজিবিও আগে থেকে কাজ করছিল।
তিনি বলেন, ত্রাণের কোন সংকট নেই। এখনও প্রচুর ত্রাণসামগ্রী স্থানীয় প্রশাসনের হাতে রয়েছে।
এবার সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও ব্যাপক ত্রাণ তৎপরতার প্রশংসা করে সিলেটের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত এই প্রভাবশালী নেতা বলেন, এতে মানুষের মানবিক চেতনাবোধ প্রকাশ পেয়েছে।
মাহবুব উল আলম হানিফ বন্যাদুর্গত এলাকায় কৃষকদের ঋণের সুদ মওকুফ ও আগামী ৬ মাস ঋণের কিস্তি না নিতে এনজিওগুলোর প্রতি আহবান জানান।
সাংবাদিকদের অভিমত অনুসারে তিনি ত্রাণ বিতরণে সমন্বয়ের ব্যাপারে প্রশাসনের সঙ্গে আলাপ করবেন বলে নিশ্চিত করেন।
দুর্গম এলাকায় পর্যাপ্ত ত্রাণসামগ্রী পৌঁছানোর উপরও মাহবুব উল আলম হানিফ গুরুত্ব আরোপ করেন।
তিনি বলেন, বাংলাদেশ ভাটিতে থাকায় বন্যা ঠেকানো যাবেনা। তবে বিপর্যয় কমাতে নদীখননকে প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে বন্যার ক্ষয়ক্ষতি সঠিকভাবে নিরূপণের নির্দেশ দিয়ে দিয়েছেন।
মাহবুব উল আলম হানিফ ইতিবাচক দৃষ্টিভঙ্গির উপর জোর দিয়ে বলেন, পদ্মা সেতু বাংলাদেশের সক্ষমতার প্রতীক। এই সাফল্য দেশে বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন করবে।
Leave a Reply