নিজস্ব প্রতিবেদক : সিলেটে প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনার বিশেষ উদ্যোগ’ ব্রান্ডিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য দফতরের উদ্যোগে রবিবার দুুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় অতিথি ছিলেন জাতীয় সংসদে বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন, বিভাগীয় কমিশনার ড নাজামানারা খানুম ও মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজার সভাপতি আল আজাদ, সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির, জেলা পরিষদ সদস্য সুষমা সুলতানা রুহি, এ জেড রওশন জেবিন রুবা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য দফতরের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলি।
মতবিনিময় সভায় জনকল্যাণে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ও সরকারের সফলতা সাধারণ মানুষের কাছে তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করা হয়।
Leave a Reply