শাল্লা প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগে সুনামগঞ্জের শাল্লায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিজয় উল্লাস করেছেন। এ সময় তারা মিষ্টি বিতরণও করেন।
মঙ্গলবার, ৬ আগস্ট (২২ শ্রাবণ) দুপুরে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই বিজয় উৎসব করেন।
পরে শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব চৌধুরীর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, যুবদলের যুগ্মআহ্বায়ক আব্দুর রাজ্জাক, ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান, সাবেক ছাত্রনেতা এরশাদ হোসেন ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অন্যদিকে জমিয়তে উলামায়ে ইসলাম শাল্লা উপজেলা শাখার পক্ষ থেকে দলের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব ড মাওলানা শুয়াইব আহমদের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের শহীদ বীর যোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা কারও উপরই আক্রমণ না করার আহ্বান জানান।
Leave a Reply