যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড বীরেন শিকদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ খেলাধুলা সহ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। ক্রীড়াঙ্গনে দেশকে আরো এগিয়ে নিতে প্রধানমন্ত্রী প্রতিটি উপজেলায় ইতোমধ্যে স্টেডিয়াম নির্মাণের নির্দেশ দিয়েছেন।
শুক্রবার বিকেলে প্রস্তাবিত কানাইঘাট উপজেলা স্টেডিয়ামে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগমের সভাপতিত্বে এবং পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জামাল উদ্দিনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার, বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ, যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ড আহমদ আল কবির ও উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী।
Leave a Reply