মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সহ অঙ্গ-সহযোগী সংগঠন জেল হত্যা দিবস পালন করেছে।
এ উপলক্ষে সকালে শহরের চৌমোহনায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মিছবাউর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহ সভাপতি আজমল হোসেন, যুবলীগ সভাপতি পৌর মেয়র ফজলুর রহমান, সাধারণ সম্পাদক নাহিদ আহমদ ও ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক সৌদ আল সুফিয়ান সাগর।
বক্তারা বলেন, ঘাতকরা বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতাকে হত্যা করে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা চালিয়েছিলো; কিন্তু তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে।
তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং আগামীতে আরো অনেকদূর এগিয়ে যাবে।
Leave a Reply