হবিগঞ্জ প্রতিনিধি : আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দেশবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।
তিনি আরো বলেছেন, অতীতের সরকারগুলোর আমলে দেশে নির্বাচন ব্যবস্থা ছিল প্রশ্নবিদ্ধ ছিল। অন্যদিকে আওয়ামী লীগের সময় মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারছে।
শনিবার দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জেলা যুবলীগ আয়োজিত এক পথসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।
জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজু।
পথসভায় জেলার বিপুল সংখ্যক যুবলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যানের সাথে জেলা যুবলীগ নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হন।
Leave a Reply