বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন শুক্রবার। দিনটি উদযাপন করতে সিলেটে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সিলেট জেলা আওয়ামী লীগ শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলের উদ্যোগে আলাদা আলাদা ভাবে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং মন্দির, প্যাগোডা ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভাসহ বিভিন্ন মানবিক কর্মসূচি গ্রহণের নির্দেশ দিয়েছে।
দলের ভারপ্রাপ্ত জেলা সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এ নির্দেশ দিয়েছেন।
এছাড়া মহানগরীতে বৃহস্পতিবার দিনগত রাত ১২টা ১ মিনিটে জেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা হবে।
শুক্রবার বিকেল ৫টায় ইব্রাহিম স্মৃতি সংসদে জেলা ও মহানগর আওয়ামী লীগ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করবে।
Leave a Reply