নিজস্ব প্রতিবেদক : সিলেটের আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের পক্ষে অবস্থান নিয়েছে। তাই ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বিএনপির হরতাল-অবরোধ। মানুষ সন্ত্রাস-নৈরাজ্য চায়না-চায় উন্নয়ন। বিএনপি দেশের স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের লক্ষ্যে ষড়যন্ত্র করছে-গুজব ছড়াচ্ছে। বাসে অগ্নিসংযোগ করছে। আগের মতো পুড়িয়ে মারতে চাইছে মানুষকে। কর্তব্যরত পুলিশ সদস্যকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। মহাসড়কে গাছ ফেলে বিঘ্ন ঘটাচ্ছে যান চলাচলে। হাসপাতাল ভাংচুর করছে। এমনকি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে রেহাই পাচ্ছেনা।
দেশব্যাপী বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার, ১ নভেম্বর সকাল ১১টায় দক্ষিণ সুরমার হুমায়ূন রশীদ চত্বরে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের জেলা সভাপতি, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন, সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগের মহানগর সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা সহসভাপতি নাজনীন হোসেন, জেলা যুগ্মসাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, জেলা সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, মহিলা আওয়ামী লীগের মহানগর সভাপতি আসমা কামরান, আওয়ামী লীগের মহানগর দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, জেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমদ, মহানগর সদস্য, সিসিক কাউন্সিলর তৌফিক বক্স লিপন, কৃষক লীগের জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের মহানগর সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, জেলা সভাপতি আফছর আজিজ, মৎস্যজীবী লীগের জেলা সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস, কৃষক লীগের মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব বাবলু, যুবলীগের জেলা সাধারণ সম্পাদক শামীম আহমদ, তাঁতী লীগের মহানগর সভাপতি নোমান আহমদ, যুবলীগের মহানগর সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, তাঁতী লীগের জেলা সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, মৎস্যজীবী লীগের মহানগর সাধারণ সম্পাদক সালেহ আহমদ, তাঁতী লীগের মহানগর সাধারণ সম্পাদক আবুল হাসনাত বুলবুল, ছাত্রলীগের মহানগর সভাপতি কিশোয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক নাঈম আহমদ ও জেলা সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।
নেতৃবৃন্দ বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড আবারও প্রমাণ করেছে বিএনপি সন্ত্রাসী দল। তারেক জিয়া লন্ডনে বসে হুকুম দেন আর মির্জা ফখরুল ইসলামরা সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালান। জনগণের জানমালের ক্ষতি করেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি সারাদেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস অব্যাহত রেখেছে। দলটি নির্বাচন বানচাল করে ষড়যন্ত্র, গুজব, সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস সৃষ্টি করে ক্ষমতায় আসতে চায়; কিন্তু বাংলাদেশের জনগণ কখনও তা হতে দিবেনা।
তারা বলেন, জনগণ বিএনপির সকল সন্ত্রাসী কর্মকাণ্ড প্রত্যাখ্যান করে শেখ হাসিনার নেতৃত্বে আবারও বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসবে-ইনশাল্লাহ। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply