আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে মহানগর জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মহানগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে প্রচার মিছিলটি চৌহাট্টা পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ মহানগর শাখার যুগ্ম আবায়ক বোরহান উদ্দিন ভাণ্ডারী। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা কয়েস গাজী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগের মহানগর আহবায়ক জাফর আহমদ চৌধুরী। যুগ্ম আহবায়ক ফরিদ আহমদের পরিচালায় আরো বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক আবু তাহের, অনুর চৌধুরী, মাওলানা সালাউদ্দিন, একরাম হোসেন, আব্দুস সোবহান, রাসেল আহমদ, রতন বাবু, শাহ আলম, মনির আহমদ, আনোয়ার হোসেন, মজনু মিয়া ও আফজল হোসেন।
Leave a Reply