প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সম্প্রীতি বাংলাদেশ মঙ্গলবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে গোল টেবিল আলোচনার আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান।
সম্প্রীতি বাংলাদেশের আহবায়ক পীযূষ বন্দ্যোপাধায়ের সভাপত্বিতে আরও বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর হারুন অর রশিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর নিজামুল হক ভূঁইয়া, সাবেক তথ্য কমিশনার প্রফেসর সাদেকা হালিম, ড উত্তম বড়ুয়া, ড চন্দ্রনাথ পোদ্দার, অধ্যাপক বিমান বড়ুয়া, জ্যেষ্ঠ সাংবাদিক শরীফ সাহাবউদ্দীন, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক অধ্যাপক ডা মাহবুববুর রহমান বাবু ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম।
সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীলের সঞ্চালনায় বক্তাগণ উন্নত বাংলাদেশ গড়ার প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও দীর্ঘায়ু কামনা করেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বলেন, শেখ হাসিনা শুধু জননেত্রী নন তিনি প্রকৃত অর্থেই একজন সফল রাষ্ট্রনায়ক। দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও বিশ্বনেতা হিসেবে অসামান্য গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক হারুন অর রশিদ জাতির পিতার সঙ্গে শেখ হাসিনার শৈশবের স্মৃতি তুলে ধরেন।
তিনি উল্লেখ করেন, কিভাবে শেখ হাসিনা নিজের পরীক্ষা ফেলে ৬ দফা আন্দোলনে ভূমিকা রেখেছেন।
প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান শেখ হাসিনার ১৯৮১ সালে দেশে ফিরে আসার স্মৃতিচারণ করেন।
তিনি জানান, দেশের মাটিতে পা রেখে শেখ হাসিনা ঘোষণা করেছিলেন, ‘আমার অবস্থা যদি আমার বাবার মতোও হয় তবু আমি জনগণের জন্য সংগ্রাম করে যাবো।’ সেই কথার সঠিক বাস্তবায়ন হিসেবেই উন্নয়শীল বাংলাদেশ উন্নত বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার মো, শামসুল হক টুকু বলেন, শেখ হাসিনাকে জানতে হলে বঙ্গবন্ধুকে ও বঙ্গবন্ধুর পরিবারকে জানতে হবে।
সভাপতির বক্তব্যে পীযূষ বন্দ্যোপাধ্যায় শেখ হাসিনা কেন, কিভাবে তিমির হননের নেত্রী হয়ে উঠলেন তা ব্যাখ্যা করেন।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply