সুনামগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শিশুদের আবৃত্তি ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে জেলা শিশু একাডেমির উদ্যোগে শহরের শহীদ আবুল হোসেন
মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক আব্দুল আহাদ। বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ। পরিচালনায় ছিলেন, এম এ আরমান।
Leave a Reply