সুনামগঞ্জ প্রতিনিধি : ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দূরন্ত প্রাণবন্ত নির্ভীক’ এ প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্য কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কেটে কর্মসূচি উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নূরুল হুদা মুকুট।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাসের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন আওয়ামী লীগের জেলা সহসভাপতি মো আবুল কাশেম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো জাহাঙ্গীর আলম চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক আজাদুল ইসলাম, তাহিরপুর উপজেলা সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জামালগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক এসানুল কবির পারভেজ, সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর আবাবিল নূর ও জেলা ছাত্রলীগের সভাপতি দিপংঙ্কর কান্তি দে।
সবশেষে পনেরোই আগস্টের শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply