হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৪ তম জন্মদিন উপলক্ষে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ডা মো ইশতিয়াক রাজ চৌধুরীর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান, দরিদ্র পরিবারের এক শিশুর অপারেশনের খরচ বহন এবং এতিমদের মাঝে খাবার ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় ৩ দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার কর্মসূচির শেষ দিনে স্বেচ্ছায় রক্তদান ও বস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা আলমগীর, পাবেল খান চৌধুরী, মুসা আহমেদ রাজু, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মোহন, আমির উদ্দিন জিসান, ইদু, মিশন, অভি, পারভেজ আহমেদ, সুমন, হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ ছাত্রলীগের যুগ্মআহ্বায়ক আব্দুল মোচ্ছাব্বির চৌধুরী, ছাত্রলীগ নেতা নাঈম, জনি, কয়েস, কানন ও আলাউদ্দিন।
Leave a Reply