সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, সিলেট অঞ্চলে এবারের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় যথাযথ পদক্ষেপ নিয়েছে। ত্রাণ দিচ্ছে প্রচুর পরিমাণে। তবু বিত্তবানদের এগিয়ে আসতে হবে। ইতোমধ্যে অনেকেই এগিয়ে এসেছেন। অনেক বেসরকারি প্রতিষ্ঠানও ত্রাণ তৎপরতা চালাচ্ছে।
শনিবার বিকেলে সুনামগঞ্জের ছাতক উপজেলার গাগলাজুর গ্রামে শেখ নূরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৫০০ বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মুহিবুর রহমান মানিক বর্তমান পরিস্থিতিতে বন্যার্তদের পাশে দাঁড়ানোয় শেখ নূরুল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান পঞ্চগ্রাম উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও মুক্তিযুদ্ধ পাঠাগার সিলেটের সভাপতি লেখক শেখ নূরুল ইসলামকে ধন্যবাদ জানান।
এ সময় শেখ নূরুল ইসলামও বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাতগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওলাদ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি দবিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসনাত, সাবেক সহসভাপতি এনামুর হক কাছা মিয়া, বর্তমান সহসভাপতি সুনু মিয়া, গাগলাজুর লুৎফিয়া মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি শেখ ইসমত আলী, পঞ্চগ্রাম উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি শেখ আব্দুস সোবহান, ছাতক উপজেলা আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, এলাকার বিশিষ্ট সমাজসেবী আব্দুল আলীম, সুরুজ্জামাল, আমিনুর রহমান, কবি আব্দুল কাইয়ুম প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply