জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের উদ্যোগে ও জালালাবাদ লিভার ট্রাস্টের সার্বিক সহযোগিতায় নবারুণ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজন করা হয়।
জালালাবাদ লিভার ট্রাস্টের পক্ষ থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা মেডিক্যাল ক্যাম্পে ৪ শতাধিক মানুষকে স্বাস্থ্যসেবা দেন।
একই সঙ্গে রোগীদেরকে জালাবাদ লিভার ট্রাস্টের পক্ষ থেকে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে দেওয়া হয়।
চিকিৎসক দলের নেতৃত্বে ছিলেন, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ডা অনুপম সাহা।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply