জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, স্বাধীন বাংলাদেশে আধুনিক চিন্তাভাবনার ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক, আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৩ তম জন্মদিন সিলেট জেলা আওয়ামী লীগ দোয়া মাহফিলের মাধ্যমে পালন করেছে।
এ উপলক্ষে শুক্রবার বাদ আছর হজরত শাহজালাল (র) দরগা মসজিদে আয়োজিত মিলাদ মাহফিল শেষে শেখ কামালসহ পনেরোই আগস্ট বঙ্গবন্ধু পরিবারের শাহাদাত বরণকারী সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সদস্য, সংসদ সদস্য হাবিবুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, সাইফুল আলম রুহেল, আইন সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, কোষাধ্যক্ষ শমসের জামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ পলাশ, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপদফতর সম্পাদক মো মজির উদ্দিন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য অ্যাডভোকেট খোকন কুমার দত্ত, কার্যনির্বাহী কমিটির সদস্য আবদাল মিয়া, মুক্তিযোদ্ধা সাইফুল আলম, মো জাকির হোসেন, অ্যাডভোকেট মনসুর রশীদ, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি নবী হোসেন প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply