নিজস্ব প্রতিবেদক : সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে এমবিএ প্রোগ্রাম প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী উত্তম সরকার ও বিবিএ প্রোগ্রাম চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ফাহিম আহমেদ নেতৃত্বে কিছু শিক্ষার্থী ও বহিরাগত ২০ সেপ্টেম্বরের সেমিস্টার ফাইনাল পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহে সাধারণ শিক্ষার্থী ও আসন্ন সেমিস্টারে ভর্তি হতে আসা শিক্ষার্থীসহ আগত অভিভাবকদেরকে বাধা দেয়। পরে উপাচার্য, শিক্ষক ও কর্মকর্তাদের অশোভন আচরণ করে। সেই সাথে আসন্ন সেমিস্টার ফাইনাল বন্ধের হুমকি দেয়।
এর পরিপ্রেক্ষিতে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল বডির এক জরুরি সভায় উত্তম সরকার ও ফাহিম আহমেদ চৌধুরীকে সাময়িক বহিষ্কার ও ঘটনার তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার স্থার্থে থানায় জিডিও করা হয়েছে।
Leave a Reply