হবিগঞ্জ প্রতিনিধি : শ্রীকৃষ্ণের ৫২৪৬তম আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে হবিগঞ্জে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আলোচনা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে স্থানীয় নরসিংহ জিউ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সাবেক সচিব অশোক মাধব রায়। প্রধান আলোচক ছিলেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নিখিল ভট্টাচার্য্য। মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক জগদীশ চন্দ্র রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ইসকন অধ্যক্ষ উদয়গৌড় দাস ব্রহ্মচারী, পুলিশ পরিদর্শক রঞ্জন কুমার সামন্ত, জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অ্যাডভোকেট নলিনী কান্ত রায় নীরু ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি জগদীশ চন্দ্র মোদক।
বক্তারা বলেন, শ্রীকৃষ্ণ ৫ হাজার বছর আগে দুষ্টের দমন ও শিষ্টের পালনের যে নীতি প্রতিষ্ঠা করে গিয়েছেন, সেটি সবাই ধারণ করলে সুন্দর পৃথিবী গড়ে তোলা সম্ভব হবে।
Leave a Reply