শুভ জন্মাষ্টমীতে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের আমন্ত্রণে নগর পরিক্রমায় মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪২৯ বাংলার কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় মহানগরীর মির্জাজাঙ্গাল থেকে নগর পরিক্রমা শুরু হয়। এর উদ্বোধন করেন, সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ।
মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের পক্ষে অংশ নেন, সভাপতি প্রণব কুমার দেবনাথ, সাধারণ সম্পাদক এপেক্সিয়ান চন্দন দাশ, প্রধান সমন্বয়কারী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, উপদেষ্টা প্রফেসর ড হিমাদ্রী শেখর রায়, বিনতা দেবী, অমৃত চৌধুরী, সহসভাপতি এপেক্সিয়ান জি ডি রুমু, শীলা চৌধুরী, অ্যাডভোকেট বিজয় কুমার দেব বুলু, বিনয় ভূষণ তালুকদার, নিরঞ্জন চন্দ্র চন্দ প্রমুখ।
Leave a Reply