নিজস্ব প্রতিবেদক : শুক্রবার পয়লা মার্চ। মহান স্বাধীনতার মাসের প্রথম দিন। ১৯৭১ সালের এদিন থেকেই শুরু হয়েছিল বাঙালির অসহযোগ আন্দোলন। তখনকার পাকিস্তানের পূর্বাংশ পূর্বপাকিস্তান হয়ে উঠে উত্তপ্ত। রাজপথে নামে বিক্ষুব্ধ জনতার ঢল। স্লোগান উঠে, ‘জয়বাংলা’, ‘তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা’, ‘বীর বাঙালি অস্ত্র ধরো বংলাদেশ স্বাধীন করো’। এমনকি সরকারি প্রশাসন পর্যন্ত বঙ্গবন্ধুর নির্দেশে পরিচালিত হতে থাকে।
মহান স্বাধীনতার মাস উদযাপনে সিলেট জেলা প্রশাসনের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হবে বরণ শোভাযাত্রা। পরে কেন্দ্রীয় শহিদমিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে।
এদিকে সিলেটে প্রথম অনলাইন টেলিভিশন সিলটিভি জেলা প্রশাসনের কর্মসূচির সাথে সমন্বয় করে মহান স্বাধীনতা দিবস পর্যন্ত প্রতিদিন বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে।
Leave a Reply