নিজস্ব প্রতিবেদক : সিলেট কিডনি ফাউন্ডেশনের উদ্বোধন শুক্রবার। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী ও কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি অধ্যাপক হারুন উর রশীদ যৌথভাবে এর উদ্বোধন করবেন।
মহানগরীর শাহজালাল উপশহরের ডি ব্লকে মেইন রোডে মাল্টিপ্ল্যান শাহজালাল সিটির সৈয়দ প্লাজায় বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। এতে বিশেষ অতিথি হিসেবে দেশবরেণ্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
আপাতত এ ঠিকানায়ই কিডনি ফাউন্ডেশন চিকিৎসা কার্যক্রম চালাবে। পরে নিজস্ব পূর্ণাঙ্গ কিডনি হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে।
উদ্বোধনের জন্যে সিলেট কিডনি ফাউন্ডেশন পুরোপুরি প্রস্তুত, জানালেন প্রতিষ্ঠানের সম্পাদক কর্নেল মোহাম্মদ আব্দুস সালাম বীর প্রতীক।
উদ্যোক্তাদের একজন সিলটিভির চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী জানান, এখানে অল্পখরচে চিকিৎসাসেবা দেয়া হবে।
আরেক উদ্যোক্তা ফরিদা নাসরিন সিলেট কিডনি ফাউন্ডেশনের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply