তারেক আহমদ, বালাগঞ্জ : সিলেটের বালাগঞ্জ একসময় দেশের অন্যতম নদীবন্দর হিসেবে স্বীকৃত ছিল; কিন্তু কালের বিবর্তনে সেই মর্যাদা হারিয়ে যায়। এনিয়ে শীতরপাটির রাজধানীর মানুষের মনে কষ্টের শেষ ছিল না। তবে মর্যাদা ফিরে পাওয়ায় কুশিয়ারা পারের এই জনপদে এখন খুশির হাওয়া বইছে।
বালাগঞ্জ উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি আর সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় বালাগঞ্জকে আবারো নদীবন্দর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সীমানা নির্ধারণ করে গেজেট প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো নতুন করে পথচলা। গত ২৮ জুন নৌ পরিবহণ মন্ত্রণালয়ের টি এ শাখা এই গেজেট প্রকাশ করে।
পশ্চিমে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা, আজমিরীগঞ্জ ইউনিয়ন, আজমিরীগঞ্জ মৌজা সংলগ্ন নদীতীর আড়াআড়িভাবে কালনী নদী, যা পরে কুশিয়ারা নদী নাম ধারণ করেছে এবং পূর্বে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রেলওয়ে সেতুর ৫০০ গজ পূর্ব অর্থাৎ সুলতানপুর সংলগ্ন আড়াআড়িভাবে কুশিয়ারা নদী অতিক্রমকারী দ্রাঘিমাংশ ও বন্দর সীমানার আওতায় নদীর উভয় তীরে সর্বোচ্চ পানি সমতল হতে ভূ-ভাগের দিকে ৫০ গজ পর্যন্ত বিস্তৃত হিসেবে ভূ-ভাগের সীমানা নির্ধারণ করে রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব আনোয়ারুল ইসলাম এ গেজেট প্রকাশ করেন।
বালাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া, সাংবাদিক রজত দাস ভুলন ও ব্যবসায়ী রিপন দাস সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।
Leave a Reply