নিজস্ব প্রতিবেদক : ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসায় শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি ও আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে এবং সারাদেশে শিশুদের প্রতি যৌন হয়রানি, ধর্ষণ, নিপীড়ন, সহিংসতা বন্ধ ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সিলেটে মৌন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহিদমিনারের সামনে ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স জেলা শাখার উদ্যোগে এর আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোসের্র সভাপতি রায়হান উদ্দিন শিহাব, সাংগঠনিক সম্পাদক আতিফ রায়হান, জেলা ভলান্টিয়ার জাহিদুল ইসলাম বশির ও চাইল্ড পার্লামেন্টের সদস্য জান্নাত মুনতাহা চৌধুরী।
এর আগে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়।
Leave a Reply