ফাইজা রাফা : এমনিতেই তো প্রত্যেক বাঙালির কাছে দিনটি অনাবিল আনন্দের। তবে অধিক আনন্দের শিশুদের কাছে। কারণ সতেরোই মার্চ কেবল জাতির হাজার বছরের আরাধ্য পুরুষ, পরাধীনতার শিকল ভাঙার মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন নয়-জাতীয় শিশু দিবসও। সোনারবাংলার সোনার মানুষ তৈরিতে উৎসর্গ করা এ দিনটি প্রতিবছর আনন্দের পাশাপাশি অঙ্গীকারের বার্তা নিয়ে আসে।
তবে এবার সিলেট সরকারি শিশু পরিবারের ক্ষুদে সদস্যদের জন্যে দিনটি ছিল অন্যরকম। আনন্দ ছিল বাঁধভাঙা। কারণ ছিল জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে কাছে পাওয়া। সঙ্গে উপহার। তাই প্রতিটি শিশুপ্রাণে খুশির বান ডেকেছিল।
‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে মহানগরীর বাগবাড়ি এলাকায় সরকারি শিশু পরিবারে আয়োজন করা হয় আলোচনা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের। প্রধান অতিথি হিসেবে তাতে যোগ দেন পুলিশ সুপার; কিন্তু খালি হাতে নয়-তিনি প্রিয়জনহারা-প্রিয়জন থেকে দূরে থাকা নিবাসী শিশুদের জন্যে তার ব্যক্তিগত তহবিল থেকে নিয়ে যান জামা ও চকলেটসহ নানারকম উপহার। বড় আকারের কেকও। আকর্ষণীয় উপহারের সঙ্গে জেলা পুলিশের অভিভাবককে কাছে পেয়ে শিশুরা বিস্ময়ের পাশাপাশি আনন্দে উদ্বেলিত হয়ে পড়ে। আয়োজন হয়ে উঠে আরও বর্ণিল। দিনটি সত্যিকার অর্থেই শিশুদের হয়ে উঠে।
সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাসের পরিচালনায় বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, শিশুদেরকে সঙ্গে নিয়েই বঙ্গবন্ধু তার জন্মদিন উদযাপন করতেন। তিনি স্বপ্ন দেখেছিলেন এদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর। এ জন্যে তাকে কারাভোগ সহ কত ত্যাগ ম্বীকার করতে হয়।
পুলিশ সুপার দেশের প্রতিটি শিশুকে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ করে সোনারবাংলার সোনার মানুষ হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম ও জেলা পুলিশের মিডিয়া অফিসার শ্যামল বনিক।
Leave a Reply