শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মো আমিনুল হক ভূঁইয়া বলেছেন, আজকের শিশু-কিশোরদেরকে দেশ ও জাতির আগামীদিনের নেতৃত্ব দেয়ার জন্য প্রস্তুত হতে হবে। থাকতে হবে বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। মনে রাখতে হবে, বাংলাদেশকে সন্ত্রাস-জঙ্গিবাদের অভয়াশ্রম হতে দেয়া যাবেনা।
তিনি আরো বলেছেন, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের অগ্রযাত্রায় দ্রুত এগিয়ে যাচ্ছে। শিশু-কিশোরদেরকে সেই অগ্রযাত্রায় সামিল করতে হবে। আধুনিক জ্ঞান-বিজ্ঞান আর প্রযুক্তির শিক্ষায় হতে হবে দক্ষ। একইসাথে সন্তানদের মানবিক গুণাবলী আর দেশপ্রেমে উজ্জীবিত হয়ে উঠতে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
শুক্রবার বিকেলে জাতীয় শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, সিলেট জেলা ও মহানগর শাখা আয়োজিত সাংস্কৃতিক বাছাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।
সংগঠনের মহানগর শাখার আহবায়ক আলী আশফাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, দফতর সম্পাদক অ্যাডভোকেট শামছুল ইসলাম, কেন্দ্রীয় কৃষক লীগের উপদেষ্টা আব্দুল মোমিন চৌধুরী, কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সম্পাদক ইয়াসিন মোহাম্মদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় উপদেষ্টা আসাদুজ্জামান জামিল। জেলা সাধারণ সম্পাদক পিংকু ধর ও মহানগর সাধারণ সম্পাদক শাহজাহান আজিজের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সভাপতি ফয়সল আহমদ।
পরে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।
Leave a Reply