নিজস্ব প্রতিবেদক : সিলেট মা ও শিশু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা মো তারেক আজাদ বলেছেন, শিশু ও মাতৃসেবায় এই বেসরকারি হাসপাতালটি অনন্য অবদান রাখছে।
তিনি আরো বলেছেন, এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি সার্বক্ষণিক মা ও শিশুর চিকিৎসাসেবা দিয়ে বিশেষ করে নির্ধারিত সময়ের আগে জন্ম নেওয়া কম ওজনের এমনকি কোন কোন ক্ষেত্রে ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের শিশুকে পরিচর্যার মাধ্যমে দেড়কেজি থেকে দুই কেজি ওজনে পৌঁছে দিয়ে সম্পূর্ণ সুস্থ-সবল অবস্থায় মা-বাবা সর্বোপরি একটি পরিবারকে আনন্দের বন্যায় ভাসিয়ে দিতে অবদান রেখে যাচ্ছে।
মঙ্গলবার দুপুরে সিলেট মা ও শিশু হাসপাতালের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে অধ্যাপক ডা মো তারেক আজাদ এসব তথ্য তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে সিলেট মা ও শিশু হাসপাতালে ২৪ ঘণ্টা স্বাভাবিক প্রসব, প্রয়োজনবোধে অস্ত্রোপচার ব্যবস্থা, গাইনি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ সার্জন সুবিধা, জরুরি সেবা, অত্যাধুনিক ল্যাব এবং আইসিইউ অ্যাম্বুল্যান্স সেবার কথা উল্লেখ করে আরো জানানো হয়, এখানে দীর্ঘদিন ধরে যেসব মহিলার সন্তান হচ্ছে না তাদের জন্য চালু আছে ইনফার্টিলিটি সেন্টার, যা সফলতার স্বাক্ষর রেখেছে।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, সিলেটে মা ও শিশু হাসপাতাল স্বাস্থ্যসেবায় একমাত্র বিষেশায়িত হাসপাতাল। গত ৫ বছরে এখান থেকে শত শত রোগী চিকিৎসা নিয়ে হাসি মুখে বাড়ি ফিরে গেছেন। সকল ধরনের রোগীর কথা বিবেচনা করে আউটডোর ও ইনডোরে সব চিকিৎসা ব্যবস্থা এখানে রয়েছে।
সিলেট বিভাগের মধ্যে বিশেষ করে শিশুরোগীদের জন্য এনআইসিইউ ও পিআইসিইউ সেবায় অগ্রণি ভূমিকা রাখছে মা ও শিশু হাসপাতাল। সার্বক্ষণিক কনসালটেন্ট সুবিধা দিতে পারে কেবলমাত্র এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি। শিশু সার্জারিতেও সুনাম অর্জন করছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, খাদ্যনালীর সমস্যা ও পায়খানার রাস্তা নেই এমন সব জটিল অপারেশন সিলেট মা ও শিশু হাসপাতালে সফলভাবে করা হয়। গাইনি রোগীর জন্য আছে বিশেষ ব্যবস্থা। এখানে নিয়মিত চেম্বার করছেন শিশু বিশেষজ্ঞ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ ও কিডনিরোগ বিশেষজ্ঞ চিকিৎসকগণ। ন্যূনতম খরচে কখনো সম্পূর্ণ বিনাটাকায়ও চিকিৎসাসেবা দেওয়া হয়। ইতোমধ্যে এ হাসপাতালটি সিলেটের মানুষের আস্থার ঠিকানা হিসেবে পরিণত হয়েছে।
সংবাদ সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য দেন, সিলেট মা ও শিশু হাসপাতালের চেয়ারম্যান ডা মো জাকারিয়া হোসাইন। তিনি জানান, ভবিষ্যতে সহৃদয় ব্যক্তিদের পাওয়া গেলে এই হাসপাতালের পরিচালনা বোর্ডের মাধ্যমে একটি ফাউন্ডেশন বা ট্রাস্ট করে লায়ন্স শিশু হাসপাতালের মতো বিনা টাকায় শিশুদের চিকিৎসালয় গড়ে তোলার পরিকল্পনা তাদের রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সিলেট মা ও শিশু হাসপাতালের পরিচালক জামাল উদ্দিন চৌধুরী, আব্দুল হাদী পাভেল, ব্যবস্থাপক পারভেজ আহমদ, ব্যবস্থাপক (প্রশাসন) মর্শেদুর রহমান, প্রধান হিসাবরক্ষক নাজিম উদ্দিন ও সুপারভাইজার বশির আহমদ।
Leave a Reply