নিজস্ব প্রতিবেদক : সিলেটের কানাইঘাটে শিশুকন্যা মুনতাহা আক্তার জেরিন হত্যা মামলায় ৪ আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।
সোমবার (১১ নভেম্বর/২৬ কার্তিক) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা শামসুল আরেফিন জিহাদ ভূঁইয়া আসামি আলিফজান, শামীমা বেগম মার্জিয়া, ইসলাম উদ্দিন ও নাজমা বেগমের ৭ দিনের রিমান্ড আবেদন জানান। তবে সিলেট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৪-এর বিচারক কাজী মো আবু জাহের বাদল ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মুনতাহা আক্তার জেরিনের পিতা শামীম আহমদ শনিবার (৯ নভেম্বর) কানাইঘাট থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা করেন। তবে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক হত্যার ধারা সংযুক্ত করেন।