সিলেটে উদীচী শিল্পী গোষ্ঠীর স্মরণসভায় বক্তারা বলেছেন, শিল্পী সংগ্রামী সত্যেন সেন সৃজনে সংগ্রামে এক অনন্য পুরুষ। তার সৃষ্টি ও কর্ম আদর্শিক। তা মতবাদ ও নির্দেশিত পথ একজন প্রকৃত শিল্পসত্তার আপসহীন সংগ্রামী মানুষ হতে উদ্বুদ্ধ করে।
বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা শিল্পী সংগ্রামী সত্যেন সেনের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংগঠনের জেলা সংসদ বৃহস্পতিবার সন্ধ্যায় মিরাবাজারে এ স্মরণসভার আয়োজন করে।
সংগঠনের সভাপতি কবি এ কে শেরামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ সোহাগের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অভিজিৎ দাস জয়। মূল প্রবন্ধ পাঠ করেন সহ সভাপতি মাধব রায়। মুখ্য আলোচক ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী। আরও বক্তব্য রাখেন পুলিন রায়, ধ্রুব গৌতম, ইন্দ্রানী সেন শম্পা, মো ইয়াকুব আলী, সন্দীপ দেব, সুদীপা দাশগুপ্তা স্বর্ণা, স্বপ্না দে, হরিপদ চন্দ, চন্দ্র শেখর দেব, সিদ্ধার্থ দে প্রমুখ।
পরে সংগঠনের শিল্পীরা সত্যেন সেনের লেখা গণসংগীত পরিবেশন করেন। তবলায় সহযোগিতা করেন পল্টু দাস।
Leave a Reply