বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায়, মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উপলক্ষে সারাদেশে ৩৫০টি নাট্যদলের পরিবেশনা ‘স্বল্প ব্যয়ে নতুন স্থানে নতুন নাটক’ প্রকল্পের প্রথম মঞ্চায়ন করল সুষম নাট্য সম্প্রদায়। খন্দকার আনোয়ারুল ইসলামের রচনা ও নির্দেশনায় সংগঠনটি বৃহস্পতিবার ‘সাধু সমাবেশ’ মঞ্চায়ন করে।
রাজধানীর খিলগাঁ থানার বালুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মঞ্চস্থ হয়েছে নাটকটি। ভার্চুয়ালি এর উদ্বোধন করেন, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। উদ্বোধনী মঞ্চায়নে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাইম শিল্পী ও সাংবাদিক নিথর মাহবুব।
‘‘সাধু সমাবেশ’ নাটকের কলাকুশলীরা হলেন, পাপিয়া সুলতানা, এইচ এম আনীন, হামজা আনোয়ার, আব্দুর রহিম আকাশ, খন্দকার আনোয়ারুল ইসলাম, নেপাল রায়, শহীদুল ইসলাম, শিরীন আক্তার ইতি, হলুদ পুতুল, নাজিম উদ্দিন, হাসান আলী ও খবির উদ্দিন ও আলী হোসেন।
অপরদিকে মুক্তালয় নাট্যাঙ্গনও এদিন বিকেলে এই প্রকল্পের অধীনে নতুন নাটকের মঞ্চায়ন করে। আমিনুল হক আমীন রচিত ও নির্দেশিত এই নাটকটির মঞ্চায়ন হয় মগবাজার রেলগেইটের পশ্চিম পার্শ্বে হাতিরঝিল পানির পাম্পের পাশে।
Leave a Reply