সাংস্কৃতিক প্রতিবেদক : বাংলাদেশ শিল্পকলা একাডেমির ‘শিল্পের শহর’ কর্মসূচির অংশ হিসেবে সিলেটে দ্বিতীয় দিনে দুটি জায়গায় ‘শিল্পের শহর সিলেট’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার সকালে অনুষ্ঠান ছিল মদনমোহন কলেজ ক্যাম্পাসে। এতে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা, মদনমোহন কলেজের অধ্যক্ষ ড আবুল ফতেহ ফাত্তাহ, উপাধ্যক্ষ সর্বানী অর্জ্জুন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য শামসুল আলম সেলিম। সভাপতিত্ব করেন, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্ত।
পরের অনুষ্ঠানটি হয় সিলেট রেলওয়ে স্টেশনে বিকেলে। এতে বক্তব্য রাখেন, স্টেশন ম্যানেজার শহিদুর রহমান এবং পুলিশ কর্মকর্তা জাহাঙ্গির আলম ও নূর মোহাম্মদ। সভাপতিত্ব করেন, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্ত। উপস্থাপনায় ছিলেন, আবু বকর মোহাম্মদ আল আমিন।
Leave a Reply