সাংস্কৃতিক প্রতিবেদক : বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সিলেটে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে মহানগরীর পূর্ব শাহী ঈদগা এলাকায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম উদ্দিন। সভাপতিত্ব করেন, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্ত। শুভেচ্ছা বক্তব্য রাখেন, একুশে পদকপ্রাপ্ত লোকসংগীত শিল্পী সুষমা দাশ। অন্যদের মধ্যে উপস্তিত ছিলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার আরশ আলী, হিমাংশু বিশ্বাস, মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ রানা, গল্পকার মাহবুবুজ্জামান চৌধুরী, তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
Leave a Reply