পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সিলেট সদর ব্রাঞ্চ ও ঢাকা কলেজ এইচএসসি ৮৮ ব্যাচের যৌথ উদ্যোগে বন্যা পরবর্তী স্ব্যস্থসেবা নিশ্চিতে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার শিবের বাজারে রাজারগাঁও মাখজানুল উলুম দারুল হাদিস দ্বি পাক্ষিক টাইটেল মাদরাসায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক দরিদ্র পরিবারের লোকজনকে চিকিৎসা সেবা ও ঔষধ দেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, পদক্ষেপের সহকারী পরিচালক মো রফিকুল ইসলাম।
পদক্ষেপের এরিয়া ম্যানেজার মুজিবুল হকের পরিচানায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, হাটখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা রফিকুজ্জামান, রাজারগাঁও মাখজানুল উলুম দারুল হাদিস দ্বি পাক্ষিক টাইটেল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আবুল খায়র ক্বাসিমি, সহকারী প্রিন্সিপাল মাওলানা আজিজ আহমদ, শায়খুল হাদিস মাওলানা আব্দুল আউয়াল ও ইউপি মেম্বার আলকাছ মিয়া। আরও উপস্থিত ছিলেন, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সিলেট সদর ব্রাঞ্চের ম্যানেজার নন্দন বর্মন।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসাসেবা দেন, পদক্ষেপের মেডিক্যাল অফিসার ডা ইউসুফ নবী, স্বাস্থ্য কর্মকর্তা তন্ময় দাস, ছলেট রায়, দীপংকর তালুকদার, সমাজ উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, কৃষি কর্মকর্তা মাহি উদ্দিন রুবেল, কমিউনিটি ম্যানেজার শম্পা পাল প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply