নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর শিবটিলা শিবমন্দিরের ভূমি দখল করতে ভূমিখেকোরা মরিয়া হয়ে উঠেছে। চালাচ্ছে নানা ধরনরে অপতৎপরতা। সিলেট সিটি করপোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ডের ডলিয়া এলাকার নিতাই দেবনাথের স্ত্রী জয়ন্তী বালা দেবী এ অভিযোগ করছেনে।
গত ২৫ সেপ্টেম্বর সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
জয়ন্তী বালা দেবী জানান, তার বাড়ির পাশে শিবটিলায় অবস্থিত শ্রী শ্রী শিবমন্দিরটি খাস খতিয়ানভুক্ত ভূমির উপর প্রতিষ্ঠিত। অথচ মাটি কেটে একদল ভূমিখেকো টিলাটি প্রায় সাবাড় করে ফেলেছে। তিনি এ ব্যাপারে সরকারের বিভিন্ন দফতরে আবেদন-নিবেদন করে কোনো ফল পাননি। উল্টো ভূমিখেকো চক্র তাকে বারবার প্রাণনাশের হুমকি দিচ্ছে।
তিনি বলেন, তাদের পুরনো শিবমন্দিরটি জরাজীর্ণ হওয়ায় পূজা-অর্চনার সুবিধার্থে তিনি তা সংস্কার করে ২০১৯ সালের ১৯ মার্চ এই খতিয়ানের ২ একর ভূমি মন্দিরের নামে স্থায়ী বন্দোবস্ত দিতে ভূমিমন্ত্রীর কাছে আবেদন করনে। শিবমন্দিরের সংস্কার ও শ্রী বৃদ্ধির ফলে সেখানে বিভিন্ন পূজ-র্অচনা উপলক্ষে শত শত ভক্তের সমাগম ঘটছিল; কিন্তু ভূমিখেকোরা ২০২২ সালের ২৭ এপ্রিল রাতে মন্দিরটি সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেয় এবং মন্দিরের প্রণামী বাক্সসহ যাবতীয় আসবাবপত্র চুরি করে নিয়ে যায়। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়। তিনি কয়েকজনকে নিয়ে মন্দিরটি পূণঃনির্মাণের চেষ্টা করলে ভূমিখেকো চক্র তাকে হত্যার চেষ্টা করে। এখনও তাকে সপরিবারে হত্যা ও গুমের হুমকি দিচ্ছে।
এসব ব্যাপারে তিনি জেলা প্রশাসক ও পুলিশের সহযোগিতা কামনা করেছেন।