NATIONAL
Additional 23 newly appointed judges of the High Court Division of the Supreme Court took oath || সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত ২৩ বিচারপতি শপথ গ্রহণ করেছেন
সংবাদ সংক্ষেপ
কোম্পানীগঞ্জে ‘জরায়ুর ক্যান্সার’ প্রতিরোধে কিশোরীদের টিকার নিবন্ধন শুরু ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীসেবা ও আমদানি রপ্তানি সম্পর্কিত মতবিনিময় সভা খাদ্য নিরাপদ ও খাবার উপযোগী করা ব্যবসায়ী-ভোক্তা সবার নৈতিক দায়িত্ব : বিভাগীয় কমিশনার বিজিবির আহ্বানে জাফলং এলাকায় টাস্কফোর্সের অভিযানে ৭০০ নৌকা আটক গোলাপগঞ্জে বুধবারিবাজার ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে রাগীব রাবেয়া হাসপাতালে ভুল চিকিৎসায় শিশুসন্তানের মৃত্যুর অভিযোগ পিতার সিলেটে ঐতিহাসিক চাঁদনীঘাটে প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব কোম্পানীগঞ্জে ২ হাজার বোতল ফেনসিডিলসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব জকিগঞ্জ কাস্টমস ঘাটে কুশিয়ারা নদীতে প্রতিমা বিসর্জনে বসেছিলো মানুষের মিলনমেলা সিলেট ও সুনামগঞ্জে সাড়ে ৭৮ লাখ টাকার আপেল চিনি মদ রসুন সুপারি ট্রাক ও অটোরিকশা আটক নবীগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন রাজনগর থানা হাজত থেকে ফেসবুক লাইভে নিজেকে নির্দোষ দাবি করলেন ইউপি চেয়ারম্যান সিলেটে বিমানবন্দর থানা ছাত্রলীগের সহসভাপতি সৈকত হোসেন গ্রেফতার মাধবপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসচালক নিহত আহত ১৫ হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে উৎসবমুখর পরিবেশে কুমারী পূজা অনুষ্ঠিত মাধবপুরে অষ্টমী ও নবমীতে মণ্ডপগুলোতে পুণ্যার্থীদের উপচেপড়া ভিড়

শিবটিলা শিবমন্দিরের ভূমি দখলে ভূমিখেকোদের অপতৎপরতার অভিযোগ

  • শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর শিবটিলা শিবমন্দিরের ভূমি দখল করতে ভূমিখেকোরা মরিয়া হয়ে উঠেছে। চালাচ্ছে নানা ধরনরে অপতৎপরতা। সিলেট সিটি করপোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ডের ডলিয়া এলাকার নিতাই দেবনাথের স্ত্রী জয়ন্তী বালা দেবী এ অভিযোগ করছেনে।
গত ২৫ সেপ্টেম্বর সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
জয়ন্তী বালা দেবী জানান, তার বাড়ির পাশে শিবটিলায় অবস্থিত শ্রী শ্রী শিবমন্দিরটি খাস খতিয়ানভুক্ত ভূমির উপর প্রতিষ্ঠিত। অথচ মাটি কেটে একদল ভূমিখেকো টিলাটি প্রায় সাবাড় করে ফেলেছে। তিনি এ ব্যাপারে সরকারের বিভিন্ন দফতরে আবেদন-নিবেদন করে কোনো ফল পাননি। উল্টো ভূমিখেকো চক্র তাকে বারবার প্রাণনাশের হুমকি দিচ্ছে।
তিনি বলেন, তাদের পুরনো শিবমন্দিরটি জরাজীর্ণ হওয়ায় পূজা-অর্চনার সুবিধার্থে তিনি তা সংস্কার করে ২০১৯ সালের ১৯ মার্চ এই খতিয়ানের ২ একর ভূমি মন্দিরের নামে স্থায়ী বন্দোবস্ত দিতে ভূমিমন্ত্রীর কাছে আবেদন করনে। শিবমন্দিরের সংস্কার ও শ্রী বৃদ্ধির ফলে সেখানে বিভিন্ন পূজ-র্অচনা উপলক্ষে শত শত ভক্তের সমাগম ঘটছিল; কিন্তু ভূমিখেকোরা ২০২২ সালের ২৭ এপ্রিল রাতে মন্দিরটি সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেয় এবং মন্দিরের প্রণামী বাক্সসহ যাবতীয় আসবাবপত্র চুরি করে নিয়ে যায়। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়। তিনি কয়েকজনকে নিয়ে মন্দিরটি পূণঃনির্মাণের চেষ্টা করলে ভূমিখেকো চক্র তাকে হত্যার চেষ্টা করে। এখনও তাকে সপরিবারে হত্যা ও গুমের হুমকি দিচ্ছে।
এসব ব্যাপারে তিনি জেলা প্রশাসক ও পুলিশের সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

More

লাইক দিন সঙ্গে থাকুন

স্বত্ব : খবরসবর ডট কম
Design & Developed by Web Nest